• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শোক দিবসে শাহনূর অভিনীত ‘মুজিব তোমায় কথা দিলাম’

আজকের খুলনা

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ থেকে মুজিববর্ষ’ উদযাপন শুরু হয়েছে। যদিওবা করোনা’র কারণে মুজিব বর্ষ নিয়ে যে পরিকল্পনা ছিল সেভাবে উদযাপিত হচ্ছে না, তারপরও জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুজিববর্ষ সীমিত পরিসরে হলেও উদ্যাপন করার চেষ্টা করা হচ্ছে নানান আঙ্গিকে।

জাতির জনকের জন্মশতবার্ষিকী’তে মুজিব বর্ষের বিশেষ ওভিসি (অনলাইন বিজ্ঞাপন) ‘মুজিব তোমায় কথা দিলাম’ নির্মিত হয়েছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্তির থিম নিয়ে ওভিসি’টির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গাজী ফারুক। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাহনূর। নির্মাতা গাজী ফারুক নিজেও অভিনয় করেছেন। শাহনূর বলেন, ‘আমাদের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি রইলো গভীর শ্রদ্ধা। তার জন্মশতবার্ষিকী উদ্যাপন শুরু হয়েছে গেল ১৭ মার্চ থেকে। নানাভাবে শতবার্ষিকী সীমিত পরিসরেই উদযাপিত হচ্ছে।

তার প্রতি নানাভাবে আমাদের গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে। হয়তো করোনার এই ভয়াবহতা না থাকলে আরও বড় পরিসরে জাতির জনকের প্রতি বছরজুড়েই নানা আয়োজনে শ্রদ্ধা জানানো হতো। তারপরও মুজিব তোমায় কথা দিলাম’ ওভিসি’টির মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদনের চেষ্টা করা হয়েছে।

ধন্যবাদ গাজী ফারুক ভাইকে আমাকে কাজটির সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য।’ গাজী ফারুক বলেন, ‘যতটা ভালোভাবে ওবিসিটি নির্মাণ করা যায়, সেই চেষ্টা করেছি। রিয়াজ ভাই এবং শাহনূর আমাকে ভীষণ আন্তরিকতা নিয়ে সহযোগিতা করেছেন। সহযোগিতা করেছেন আ. সালাম ও সুরশ্রী। আমি খুব আশাবাদী এই ওবিসিটি নিয়ে। আগামী ১৫ আগস্ট শোক দিবসে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।

আজকের খুলনা
আজকের খুলনা