• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শিরোপার আরো কাছে বায়ার্ন

আজকের খুলনা

প্রকাশিত: ৭ জুন ২০২০  

জার্মান বুন্দেসলিগা মানেই যেনো বায়ার্ন মিউনিখের একচ্ছত্র আধিপত্য। গত সাত মৌসুম টানা এই লিগের শিরোপা জিতে এসেছে দলটি। এবারো বাভারিয়ানরা হাঁটছে সেই পথেই। বায়ার লেভারকুসেনকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে টানা অষ্টমবারের মতো বুন্দেসলিগার শিরোপা জেতার দ্বারপ্রান্তে পৌঁছে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবার ঘরের মাঠ বে অ্যারেনায় মাত্র নবম মিনিটেই আর্জেন্টাইন স্ট্রাইকার লুকাস আলারিওর গোলে এগিয়ে যায় লেভারকুসেন। তবে ২৭তম মিনিটে ম্যাচে সমতা আনেন বায়ার্নের ফরাসি উইঙ্গার কিংসলে কোমান। প্রথমার্ধ শেষে বিরতিতে যাওয়ার আগে আরো দুইবার বাভারিয়ানদের হয়ে লক্ষ্যভেদ করেন লিওন গোরেৎজকা এবং সার্জিও জিন্যাব্রি।

দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় বায়ার্ন। ৬৬ মিনিটে গোল করেন রবার্ট লেভানডোভস্কি। এর মাধ্যমে চলতি মৌসুমে বুন্দেসলিগায় নিজের ৩০তম গোলের দেখা পান তিনি। এই গোলের মধ্য দিয়েই জার্মান কিংবদন্তি গার্ড মুলারের পর বুন্দেসলিগায় টানা তিন আসরে কমপক্ষে ৩০ গোলের কীর্তি স্পর্শ করলেন পোলিশ স্ট্রাইকার।

ম্যাচের শেষদিকে গোল করেন লেভারকুসেনের ফ্লোরিয়ান উইর্টজ। তবে তার এই গোল শুধু ব্যবধানই কমিয়েছে। বায়ার্ন ম্যাচটি জিতেছে ৪-২ গোলে। 

শিরোপা জিততে চাইলে ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার্নের প্রয়োজন আর মাত্র ২ জয়। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৬০। অবশ্য হলদে শিবির বায়ার্নের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। 

আজকের খুলনা
আজকের খুলনা