• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শিমুলিয়া ঘাটে নৌপুলিশের বিশেষ টহল

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২০  

সোমবার থেকে শিমুলিয়া ঘাটসহ লৌহজংয়ের পদ্মায় নৌ পুলিশের টহল জোরদার করা হয়েছে। করোনাভাইরাসের প্রভাব বিস্তার রোধে নৌপথে লোকজনের চলাচল বন্ধ করতে নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের নির্দেশে লঞ্চে করে পদ্মায় টহলের এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো. সিরাজুল কবির জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে এখনও কিছু লোক বিকল্পভাবে অথবা পায়ে হেঁটে ঢাকা থেকে শিমুলিয়া ঘাটে আসছে। তারা বিভিন্নভাবে গোপনে ট্রলারযোগে নৌপথ পাড়ি দিচ্ছে। এদের রুখতেই শিমুলিয়া ঘাট এলাকাসহ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে নৌ পুলিশের টহল জোরদার করা হয়েছে।

মাওয়া নৌ পুলিশ এখন ডিআইজি আতিকুল ইসলামের দেয়া বিশেষ লঞ্চে করে দিনরাত ২৪ ঘণ্টা পদ্মায় টহল দিয়ে লোকজনকে নৌপথে পারি দেয়া বন্ধ রাখতে কাজ করছে। যাতে করে লোকজনের মাধ্যমে করোনাভাইরাস এক এলাকা থেকে অন্য এলাকায় ছড়াতে না পারে।

আজকের খুলনা
আজকের খুলনা