• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সহকারী প্রক্টরের পদত্যাগ

আজকের খুলনা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯  

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সহকারী প্রক্টর হুমায়ুন কবীর পদত্যাগ করেছেন। আজ শনিবার দুপুরের দিকে পদত্যাগ করেন তিনি। গত বছরের ১৭ ডিসেম্বর তিনি দায়িত্ব পেয়েছিলেন।

এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোবরা এলাকায় উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আন্দেলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য অধ্যাপক ড. খন্দকার নাসির উদ্দিনের প্রত্যক্ষ নির্দেশে বহিরাগত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। তাদের ক্যাম্পাসের ভেতরে ঘেরাও করে রাখা হয়েছে।

এদিকে আন্দোলন ঠেকাতে আগামীকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন। এরই মধ্যে শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।

আহত শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের চিকিৎসার জন্য বাইরের হাসপাতালে যেতে বাধা প্রদান করছে। এমনকি বাইরে থেকে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমন অবস্থায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভিসির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন চলছিল।

শিক্ষার্থীদের ওপর হামলা বিষয়ে উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হামলার বিষয়ে তিনি কিছু জানেন না। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এর পরও যদি শিক্ষার্থীরা আন্দোলন করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে ফাতেমা তুজ জিনিয়ার নামে ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বহিষ্কার করা হয়। যদিও আন্দোলনের মুখে তার বহিষ্কারদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর পর থেকেই মূলত বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

আজকের খুলনা
আজকের খুলনা