• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি সংকটে জনদুর্ভোগ

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

নাব্য সংকটের কারণে ব্যাহত হচ্ছে লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটের ফেরি চলাচল। লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাট ফেরি ঘাটে নিয়মিত চারটি ফেরি চলাচল করে। এর মধ্যে, দু'টি ফেরি বিকল হওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে এ পথে চলাচলকারীদের।গত কয়েকদিন ধরে প্রতিদিনই ঘাটে আটকা পড়েছে অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন।

লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাট ফেরি ঘাট দিয়ে প্রতিদিন যাতায়াত করেন দক্ষিণাঞ্চলসহ প্রায় একুশটি জেলার হাজারো মানুষ। শীত মৌসুম এলেই নাব্য সংকটসহ নানা কারণে ব্যাহত হয় এই নৌ-রুটের ফেরি চলাচল। এ বছর চারটির মধ্যে দু’টি ফেরি বিকল হওয়ায় বেড়েছে দুর্ভোগের মাত্রা। আগে পারাপারে দেড় ঘণ্টা সময় লাগলেও এখন লাগছে ঘণ্টার পর ঘণ্টা।

ফেরি পারাপারের উদ্দেশ্যে আসা যাত্রীরা জানান, মাঝে মধ্যেই ফেরি বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়তে হয়। কাঁচামাল বহনকারী ট্রাকচালকরা জানান, মাঝে মাঝেই মালবোঝাই ট্রাক নিয়ে দুই থেকে ছয়দিন পর্যন্ত ঘাটে অপেক্ষা করতে হয়। এতে, কাঁচামাল নষ্ট হওয়ায় ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে।

কৃষাণি ফেরির ইন্টার মাস্টার মশাহেদুল ইসলাম বলেন, 'যান্ত্রিক ত্রুটির কারণে ৯ তারিখ সকাল থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে, এখন মেরামতের কাজ চলছে।' এ বিষয়ে কলমিলতা ফেরির ইঞ্জিন অফিসার মোহাম্মদ শামছুদ্দিন জানান, এ অবস্থা উত্তরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে চলমান এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান বিআইডব্লিউটিসির সহকারী প্রকৌশলী আব্দুল মালেক। তিনি বলেন, 'নাব্য সংকটের কারণে ফেরিগুলোকে বালু কেটে চলতে হয়। এ কারণে ফেরির ইঞ্জিনে অতিরিক্ত চাপ পড়ে মাঝে মাঝেই বিকল হয়ে পড়ছে।' ঢাকা-চট্রগ্রামের সাথে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার জন্য ২০০৮ সালে চালু হয় এই নৌ-রুট।

আজকের খুলনা
আজকের খুলনা