• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রোহিঙ্গাদের এনআইডি: ইসির আরেক কর্মী গ্রেফতার

আজকের খুলনা

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯  

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের ঘটনায় মোস্তফা ফারুক নামে নির্বাচন কমিশনের আরও এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করা হয়েছে। নগরীর হামজারবাগে নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় মোস্তফা ফারুকের বাসা থেকে নির্বাচন কমিশনের লাইসেন্স করা ল্যাপটপ, মডেম ও পেনড্রাইভ, সিগনেচার প্যাড ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

আজ কাউন্টার টেরোরিজম ইউনিট সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানায়।

ফারুক ফেনী সদর উপজেলার দমদমা গ্রামের মো. ইলিয়াছের ছেলে।

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, রোহিঙ্গাদের এনআইডি জালিয়াতির মামলায় জয়নাল আবেদিন নামে ইসির এক কর্মচারীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোস্তফা ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম। তথ্য প্রমাণ পাবার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর রাতে জয়নাল, সোমা দাশসহ তিনজনকে আটক করা হয়। চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা তাদের আটক করে কোতোয়ালী থানা পুলিশের হাতে তুলে দেন। তাদের কাছ থেকে খোয়া যাওয়া একটি ল্যাপটপও উদ্ধার করা হয়। এরপর রাতেই কোতোয়ালী থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা বাদি হয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও ডিজিটাল আইনে মামলাটি দায়ের করেন। ওই মামলায় জয়নালকে তিনদিন এবং সোমা দাশসহ বাকি দুজনকে একদিন করে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি পায় কাউন্টার টেরোরিজম ইউনিট।

আজকের খুলনা
আজকের খুলনা