• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রোহিঙ্গা নিপীড়ন তদন্তের অনুমতি আন্তর্জাতিক আদালতের

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

রোহিঙ্গাদের গণবাস্তুচ্যুত হয়ে বাংলাদেশ আসা এবং তাদের ওপর নিপীড়ন তদন্তের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নেদারল্যান্ডের হেগে আইসিসির প্রাক-বিচারিক আদালত-৩ এক ঐতিহাসিক রায়ে ওই অনুমতি দেন। এর ফলে আইসিসির কৌঁসুলি তদন্ত শুরুর সবুজ সংকেত পেলেন। আইসিসির বিচারিক প্রক্রিয়া বেশ দীর্ঘ হলেও রোহিঙ্গাদের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে একটি বড় আশা দেখা দিয়েছে।

আইসিসি আজকের রায়ে বলেছে, মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত জুড়ে জোরপূর্বক বহিষ্কারের মতো মানবতাবিরোধী অপরাধ এবং ধারাবাহিক ও বড় পরিসরে সহিংসতা হয়েছে বলে বিশ্বাস করার মতো জোরালো ভিত্তি আছে।

আজকের খুলনা
আজকের খুলনা