• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রূপসায় পরিবার কল্যাণ সহকারী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

রূপসা উপজেলা পরিবার কল্যাণ সহকারী সমিতির উদ্যোগে ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেণি চিহ্নিত করে অধিদপ্তর কর্তৃক পত্র জারি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপশি জারিকৃত পত্র অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি অনিতা রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন সহ-সভাপতি হাসিনা খাতুন লিলি, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মনতাজ পারভিন, আলেয়া খাতুন, তানিয়া খাতুন, নাদিরা আক্তার, ইলা রাণী মৃধা, সাবিত্রি পাল, আফরোজা খাতুন, মোমেনা খাতুন, নুপুর রাণী দে, তানজিনা আফরিন মিমি, নিপা বৈরাগী, কাকলি বেগম, মোমেনা খাতুন, আফসানা প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শ্রেণি প্রথা উঠিয়ে দেয়া সত্বেও পরিবার পারিকল্পনা অধিদপ্তর জনসংখ্যা নিয়ন্ত্রন কর্মসূচির মাঠ পর্যায়ের কর্মীদের ৪র্থ শ্রেণি চিহ্নিত করে পরিপত্র জারি করেছেন। যা প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে সাংঘর্ষিক। তারা অধিপ্তরের এই সিদ্ধান্তের প্রতিবাদসহ জারিকৃত পরিপত্র প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে উল্লেখ করেন।

আজকের খুলনা
আজকের খুলনা