• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

রুপসায় ত্রাণ নিয়ে বিক্ষোভ : নেপথ্যে সাবেক ইউপি চেয়ারম্যান কামাল

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  

গত ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে খুলনার রুপসায় ত্রাণের দাবিতে কয়েকশ’ নারী পুরুষ বিক্ষোভ সমাবেশ করে।  ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় লে: তালহার নেতৃত্বে টহল ডিউটি করার সময় রুপসার ৩ নং নৈহাটি ইউনিয়নের বাগমারা আদর্শ গলিতে পৌঁছালে ঘটনাটি ঘটে। 

অনুসন্ধানে জানা গেছে, পর্যাপ্ত ত্রাণ প্রাপ্তির পরও হীন রাজনৈতিক উদ্দেশ্যে তাদের পথে নামিয়েছিল স্থানীয় নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল।  তিনি এলাকায় গত কয়েকদিন ধরে ত্রাণ নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছিলেন। সাধারণ মানুষের জন্য সরকার কোনো ত্রাণ দেবে না-এমন উদ্দেশ্যমূলক অপপ্রচার চালান তিনি।

এক সময়ের বিএনপির ক্যাডার মিনা কামাল আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় এলে এলাকায় টিকে থাকতে যুবলীগে যোগদান করেন। যুবলীগে যোগদান করলেও মূলত তিনি বিএনপি-জামাতের হয়ে কাজ করেন। তার অত্যাচার থেকে রেহাই পাচ্ছেন না স্থানীয় আওয়ামীলীগ-যুবলীগের নেতা কর্মীরা। জেলা পুলিশের শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসীর তালিকায় তার নাম রয়েছে।  

তার বিরুদ্ধে ৯ টি হত্যাসহ ২৫ টি মামলা ও শতাধিক জিডি রয়েছে। দখল, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক বাণিজ্য করে গড়ে তুলেছেন বিপুল অবৈধ সম্পদ। তার পরিবারের সবাই দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। সাবেক বিএনপি-জামাত চারদলীয় সরকারের সময় মিনা কামাল ও তার পরিবারের সদস্যদের অত্যাচারে অনেকেই গ্রামছাড়া হন।

 

 

 

আজকের খুলনা
আজকের খুলনা