• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রাতের আঁধারে খাবার নিয়ে অনাহারীদের পাশে ডিবি পুলিশ

আজকের খুলনা

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

ঘর নেই। পরিবার পরিজন নেই। রোদ বৃষ্টি ঝড়ে, খেয়ে কিংবা না খেয়ে দিন কাটে যাদের তারাই ময়মনসিংহ শহরের ফুটপাতের বাসিন্দা। করোনা সংকটে ফুটপাতের বাসিন্দাদের এখন কারো কাছে চেয়ে কিছু খাবার যোগাড়ের উপায়ও নেই। কারণ পথে যে মানুষই নেই। বাসস্ট্যান্ড কিংবা রেল স্টেশনে নেই মানুষের চলাচল। তবে এসব অসহায় ফুটপাতবাসীদের পাশে এসে দাঁড়িয়েছে জেলা ডিবি পুলিশ।

জেলা পুলিশ সুপার আহমার উজ্জমানের নির্দেশে প্রায় প্রতিদিনই রাতের বেলা রান্না করা খাবার নিয়ে শহর ঘুরে ঘুরে ফুটপাতবাসীদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে জেলা ডিবি পুলিশ।

খাবার বিতরণে নেতৃত্ব দিচ্ছেন জেলা ডিবি পুলিশের ওসি শাহ মো. কামাল আকন্দ। তার সঙ্গী হিসেবে আছেন ওসি (তদন্ত) ফারুক আহম্মেদ, সেকেন্ড অফিসার আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

ডিবি পুলিশ সূত্র জানায়, করোনা সংকটের পরই ফুটপাতের বাসিন্দাদের কষ্ট নিয়ে জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান ডিবি পুলিশের সাথে কথা বলেন। এরপর শহরের কোথায় কোথায় এরা অবস্থান করে সে তথ্য সংগ্রহ করা হয়। এরপর শুরু হয় রান্না করা খাবার বিতরণ। বর্তমানে প্রায় দিনই রাতের বেলা ডিবির একাধিক দল শহর ঘুরে ফুটপাতের বাসিন্দাদের হাতে খাবার তোলে দিচ্ছেন।

গত শনিবার রাতেও শহরের বুড়া পীর মাজার, জুবিলী ঘাট, খানার ঘাট, স্টেশন রোড, দূর্গাবাড়ী, নতুন বাজার, টাউন হল মোড় এলাকার ফুটপাত বাসিন্দাদের হাতে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়।

জেলা ডিবি পুলিশের ওসি শাহ মো. কামাল আকন্দ বলেন, পুলিশের নিজেদের অর্থেই তারা এ কাজটি করে যাচ্ছেন। প্রতিদিনই এ বিষয়ে খোজঁ খবর নিচ্ছেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।

আজকের খুলনা
আজকের খুলনা