• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রাজধানীতে মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করল ছাত্রলীগ

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আক্রমণ থেকে সুরক্ষার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ

রোববার (২৯ মার্চ) সকালে শাহবাগ মোড়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে এ কর্মসূচি হয়। এ সময় কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিতরণকালে সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, দেশের সব দূর্যোগকালীন ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে আমাদের সব নেতাকর্মী কাজ করছে। নিজেরা হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করছি।

শুধু রাজধানী নয়, সারাদেশে নেতাকর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা সব ইউনিটকে নির্দেশ দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিই। কেন্দ্রীয়ভাবে আমরা মনিটরিং করছি। ঢাকায় আমরা মাস্ক-স্যানিটাইজার বিতরণ করেছি। জনসমাগম যেন না হয় সেকারণে আমরা ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সবাইকে সচেতন করার জন্য কাজ করতে বলেছি। আমাদের ঐক্যবদ্ধভাবে এই দূর্যোগ মোকাবিলা করতে হবে।

আজকের খুলনা
আজকের খুলনা