• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

যুক্তরাজ্যের মসজিদে ভ্যাকসিন কার্যক্রম শুরু

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১  

ইসলামে ভ্যাকসিন প্রয়োগ নিষিদ্ধের ভুল ধারণার প্রতিহত করতে  প্রথমবারের মতো যুক্তরাজ্যের বার্মিংহামের আল-আব্বাস ইসলামিক সেন্টার মসজিদে ভ্যাকসিন কার্যক্রম চালু হয়েছে। প্রতিদিন সেখানে ৫০০ জনকে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এ বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি।

যুক্তরাজ্যের বার্মিংহামের আল-আব্বাস ইসলামিক সেন্টার মসজিদে ইমাম শেখ নুরু মোহাম্মদ এ নিয়ে বলেছেন, এ মসজিদে প্রতিদিন ৫০০ মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া হবে। ইসলামে ভ্যাকসিন প্রয়োগ নিষিদ্ধ এমন ধারণা বদলাতেই মসজিদে ভ্যাকসিন দেয়ার এ উদ্যোগ ভূমিকা রাখবে।

ভ্যাকসিন নিয়ে মিথ্যা তথ্যের কারণে যুক্তরাজ্যে থাকা দক্ষিণ এশীয়দের ভ্যাকসিন গ্রহণে অনুৎসাহিত করতে পারে। তবে মসজিদে ভ্যাকসিন কার্যক্রম চালু হওয়ায় মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ এ বার্তাটি পৌঁছে যাবে।

এদিকে বার্মিংহাম আল-আব্বাস ইসলামিক সেন্টার ও মসজিদের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মসজিদটির ট্রাস্টি রিজওয়ান আলিদিনা। তিনি জানিয়েছেন, ‘মসজিদে ভ্যাকসিন কার্যক্রম ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে।

 

আজকের খুলনা
আজকের খুলনা