• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

যশোরে বাস উল্টে আহত ১৫

আজকের খুলনা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৯  

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার লাউজানীতে বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।আজ সোমবার দুপুরে লাউজানী বাজারের পশ্চিম পাশে বেনাপোলগামী বাসটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, যশোর থেকে ছেড়ে আসা এসএম সুমন এন্টারপ্রাইজের বেনাপোলগামী বাসটি (ঢাকা-মেট্রো-জ-১৪-০৩৫৭) সামনে দিক থেকে আসা একটি পিক-আপকে পাশ দিতে গিয়ে লাউজানী বাজারের পশ্চিম পাশে খাদে উল্টে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হয়।

আহতরা হলেন- সদরের ভেকুটিয়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী পারভিন খাতুন, খোলাডাঙ্গার সাইদুলের স্ত্রী রুবিনা খাতুন, শুকুর আলীর স্ত্রী আনোয়ারা খাতুন, ডুমদিয়া গ্রামের ইব্রাহিমের স্ত্রী তহমিনা খাতুন, একই গ্রামের আনিচ উদ্দীনের স্ত্রী পরিছন খাতুন, শার্শার বেনাপোলের মফিজুর, একই উপজেলার ডিহি গ্রামের মান্নান হোসেন, ঝিকরগাছার খোসালনগরের হযরত আলীর মেয়ে শামিমা খাতুন, বারবাকপুর গ্রামে শেখ সাহাবুদ্দিনের মেয়ে মিম খাতুন, মণিরামপুরের মদনপুরের সবুজের স্ত্রী খাদিজা খাতুন, রোহিতা গ্রামের মুস্তাফিজুর রহমানের মেয়ে জিনিয়া খাতুন, নড়াইলের রফিকুল ইসলাম ও ময়মনসিংহের ইশ্বরগঞ্জের সিমরাইল গ্রামের রাসেল কবীর। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে পরিছন খাতুন ও রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর জেনারেল  হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা