• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মার শান্তিনগর শাখাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল।

তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মা শান্তিনগর শাখাকে ১০ হাজার টাকা এবং ১৭০০ টাকার আমদানিকৃত শিশু খাদ্য (গুঁড়ো দুধ) ৩৬০০ টাকায় বিক্রি করার অপরাধে তামান্না ফার্মেসির শান্তিনগর শাখাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা সহায়তা করেন বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।

আজকের খুলনা
আজকের খুলনা