• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মুজিব বর্ষের নামে চাঁদাবাজির দোকান খোলা যাবে না : কাদের

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

সামনে মুজিব বর্ষ পালন করা হবে। এই মুজিব বর্ষ পালন করতে গিয়ে কোন ধরনের বাড়াবাড়ি করা যাবে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুজিব বর্ষ পালনের নামে কোন চাঁদাবাজির দোকান খোলা যাবে না। তিনি বলেন, এ বিষয়ে দলের সভাপতি শেখ হাসিনার কড়া হুঁশিয়ারি রয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় আওয়ামী লীগের খুলনা বিভাগীয় অঞ্চলের বিশেষ যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

কাদের বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে মুজিব বর্ষ পালন করে বঙ্গবন্ধুর আদর্শের পতাকা উর্ধ্বে তুলে ধরতে হবে। বিরোধী পক্ষকে দুর্বল ভাবার কোন কারণ নেই। বিএনপি একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তাদের মধ্যে ঐক্য আছে। আমাদের দলে সুবিধাবাদী আছে তারা আওয়ামী লীগে থেকে বিএনপির জন্য কাজ করে, বিএনপিকে ভোট দেয়। আমাদের সামান্য ভুলে বিরোধীপক্ষ সুযোগ নিতে পারে তাই আমাদের মুজিব বর্ষ পালনে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, জেলা পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে তৃণমূলকে শক্তিশালী করতে হবে। তা নাহলে দলের দুর্বল অবস্থা কাটানো যাবে না। তৃণমূল হলো দলের প্রাণ আমাদের দলের থানা পর্যায়ে দুর্বলতা আছে এটা অপ্রিয় সত্য কথা।

বক্তব্যের এক পর্যায়ে বেগম জিয়ার মুক্তির প্রসঙ্গ এলে সেতুমন্ত্রী বলেন, বিএনপি সব কিছুতেই রাজনীতি করতে চায় তাই তাদের নেত্রীর মুক্তি নিয়েও রাজনীতি করেন। ফখরুল সাহেব ঝানু রাজনীতিক হতে পারেন কিন্তু ভালো চিকিৎসক না। তিনি কিভাবে বলবেন খালেদার শরীরের অবস্থা কেমন।

খুলনা বিভাগীয় এই যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম, বিএম মোজাম্মেল হক, অসিম কুমার উকিল, খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক, বিপ্লব বড়ুয়াসহ আওয়ামী লীগের জাতীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আজকের খুলনা
আজকের খুলনা