• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মাগুরায় ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০  

মাগুরার মহম্মদপুরের বুরুড়িয়ায় ১২০ বছরের গ্রামীণ ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা আয়োজনের মাধ্যমে ধরে রেখেছে স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে গত রবিবার থেকে শুরু হয়েছে এ ঐতিহ্যবাহী মেলার।

৩ দিনব্যাপী এ মেলার মূল আকর্ষণ ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকালে। বিকাল ৩টায় মহম্মদপুরের হরে কানারবিল থেকে প্রতিযোগিতাটি শুরু হয়। যা ২ কিলোমিটার মাঠ পেরিয়ে শেষ হয় বুরুড়িয়া পশ্চিমপাড়া রাস্তার মোড়ে। প্রতিযোগিতায় অংশ নিতে ২৮টি ঘোড়া ও ঘোড়াসওয়ার এসেছিল ফরিদপুর, নড়াইল, পার্শবর্তী জেলাসহ মাগুরার বিভিন্ন এলাকা থেকে। 

এবারের প্রতিযোগিতায় মাগুরার মাইজপাড়ার সোবহান সরদারের ঘোড়া প্রথম, পারলা শিরগ্রামের কুদ্দুস ঘোড়া দ্বিতীয়, ও নাওভাঙ্গার কাজী হাবিবের ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে। মেলা কমিটির সভাপতি ও মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম বাচ্চু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।  

মেলা কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান সরদার জানান, ১২০ বছর ধরে প্রতি বাংলা বছরের ২৮ পৌষ বড়রিয়া এলাকাবাসির উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়। যা চলে ৩ দিন। মেলাকে ঘিরে বরুড়িয়াসহ আশপাশের অন্তত ৫০ গ্রামের মানুষ উৎসব মেতে ওঠে। মেলায় প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মাছ-মাংস, মিষ্টির দোকানসহ কাঠের আসবাবপত্র, বাঁশ, বেত ও মৃৎ-শিল্পিদের তৈরি নানা রকম খেলনা ও প্রসাধনীর স্টল বসে। পাশাপাশি থাকে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, নাগরদোলা, পুতুলনাচ, যাদু ও সংগীতানুষ্ঠান।

আজকের খুলনা
আজকের খুলনা