• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মহাকাশে তিন `মহারাক্ষসের` ধুন্ধুমার `লড়াই`

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯  

তিনটি ‘মহারাক্ষস’-এর মধ্যে ধুন্ধুমার লড়াই বেধেছে মহাকাশে। ‘খাবারদাবার’ নিয়ে চলছে কাড়াকাড়ি আর কামড়াকামড়ি। সেই লড়াইটি হয়ে উঠেছে আক্ষরিক অর্থেই, তাও আবার ত্রিপক্ষীয়। একটি মহারাক্ষস গিয়ে সজোরে ধাক্কা মারছে আরেকটি মহারাক্ষসের গায়ে। আর সেটি গিয়ে ধাক্কা মারছে আরো দুটি মহারাক্ষসকে। 

তিনটি মহারাক্ষসই একে অন্যের ‘খাবারদাবার’ কেড়ে নিচ্ছে। গিলে খাচ্ছে। খাবারদাবারের বখরা, আর ভাগবাটোয়ারা নিয়েই সেই ধুন্ধুমার লড়াই। এ লড়াই নিয়েই আপাতত তোলপাড় চলছে মহাকাশে।

পৃথিবী থেকে ১০০ কোটি আলোকবর্ষ দূরে এ অবাক করা ঘটনা সম্প্রতি নজরে আসে মহাকাশবিষয়ক মার্কিন—নাসার নজরে। নাসার স্লোয়ান ডিজিটাল স্কাই সার্ভে (এসডিএসএস) টেলিস্কোপে ধরা পড়ে বিষয়টি। আর এ বিষয়ক গবেষণাপত্রটি সম্প্রতি ছাপা হয়েছে ‘দি অ্যাস্ট্রোফিজিক্যাল’ সাময়িকীতে।

ওই তিনটি মহারাক্ষস আদতে তিনটি দানবাকৃতির ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর। যাদের কারো ব্যাসার্ধই ২২ কোটি কিলোমিটারের কম নয়। এর চেয়ে অনেক বেশি হওয়ারও সম্ভাবনাও বেশ জোরালো।

গবেষকদলের অন্যতম সদস্য ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সবিতা সত্যপাল গণমাধ্যমকে জানান, ব্রহ্মাণ্ডের যে অংশে তিন মহারাক্ষসের মধ্যে ধুন্ধুমার লড়াই চলতে দেখা গেছে, সেই ‘সিস্টেম’ বা এলাকার নাম হলো ‘এসডিএসএস জে ০৮৪৯০৫+১১১৪৭.২’। সংক্ষেপে সেই সিস্টেমটিকে বলা হয়, ‘এসডিএসএস জে ০৮৪৯+১১১৪’। 

আজকের খুলনা
আজকের খুলনা