• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মমতার কাজে সন্তুষ্ট নরেন্দ্র মোদি

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গও করোনাভাইরাসে প্রাদুর্ভাব দেখা দিয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে পুরো রাজ্যই লকডাউন করা হয়েছে। এমতবস্থায় রাজ্যের খোঁজখবর নিতে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জিনিউজ জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও করোনা মোকাবিলায় রাজ্যের ব্যবস্থাপনা সম্পর্কে জেনে সন্তোষপ্রকাশ করেছেন তিনি। এ সময় গরিবদের জন্য প্রধানমন্ত্রী মোদি যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।   

এছাড়াও ফোনে নমুনা পরীক্ষার জন্য প্রধানমন্ত্রীর কাছে কিটের দাবি জানিয়েছেন মমতা। এর পাশাপাশি নমুনা পরীক্ষার জন্য দিল্লিতে পাঠানো কয়েকটি কেন্দ্রের তালিকা দ্রুত অনুমোদন দেওয়ার অনুরোধ জানিয়েছেন। 

উল্লেখ্য, মঙ্গলবার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিটি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

আজকের খুলনা
আজকের খুলনা