• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ভেংগে যাওয়া ওয়াপদা বাঁধ রক্ষার কাজ করছে উপকূলবাসী

আজকের খুলনা

প্রকাশিত: ৪ মে ২০১৯  

ঘূর্নীঝড় ফনির আতংকে দাকোপ উপকূলের প্রায় ৩ লক্ষ মানুষ চরম আতঙ্কে নির্ঘূম রাত কাটায় ।দূর্যোগ মোকাবেলায় নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি।প্রশাসনের প্রস্তুতি দেখতে খুলনা জেলা প্রশাসক হেলাল হোসেন গতকাল পরিদর্শন করেন দাকোপ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ।আর নদীতে বৃদ্ধি পাওয়া পানির চাপে বাণিশান্তা,গুনারীতে ভেংগে যাওয়া ওয়াপদা ভেড়ীবাঁধ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রক্ষার চেষ্টা কওে চলেছে এলাকাবাসি।
ঘূর্নীঝড় ফনি আঘাত হানতে পারে এমন সতর্ক বার্তা পাওয়ার পর দাকোপে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। ০২ ও ০৩ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে দূর্যোগ প্রস্তুতি সভা। সেখানে উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে দাকোপ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগনেতা মুনসুর আলী খান। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সিপিপি, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি। সভার মাধ্যমে প্রস্তত ছিল একটি কন্ট্রোল রুম, ৯৯টি সাইক্লোন সেল্টার,১৪টি মেডিকেল টিম,সিপিপি, ফায়ার সার্ভিস, জনস্বাস্থের তত্তাবধানে ছিল একটি ভ্রাম্যমান ওয়াটার ওসমোসিস প্লান্ট,১০হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১হাজারটি পানির ড্রাম। প্রতিটি ইউনিয়নে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের জন্য নিয়োগ দেওয়া হয় ট্যাগ অফিসার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার মানুষের সার্বিক সাপোর্ট দেওয়ার প্রস্তুতিও ছিল।গত ২ দিন নদীতে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওযায় সকল প্রকার নৌ-চলাচল বন্ধ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছিল তখন দাকোপের বানিশান্তা ও সুতারখালির গুনারী, নলিয়ান,কালাবগিতে জোয়ারের পানির চাপে ওয়াপদার বাঁধ ভেংগে ভিতরে পানি ঢুকতে শুরু করায় সেচ্ছাশ্রমের মাধ্যমে এলাকাবাসি বাঁধ রক্ষার কাজ চলছিল,আর এদিকে গতরাতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ৩১ টন চালসহ শুকনো খাবার বিতরন করা হয়েছে বলে জানান দাকোপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের।

 

আজকের খুলনা
আজকের খুলনা