• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ভূমিকম্পে তুরস্কে নিহত ৭, ধসে পড়েছে ১ হাজার ভবন

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

ইরান-তুরস্কের সীমান্তবর্তী এলাকায় ৫.৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে তুরস্কে সাতজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সৌলু বলেছেন, রোববার সকালের দিকে আঘাত হানা ওই ভূমিকম্পে ভান প্রদেশে হতাহতের ঘটনা ঘটেছে। খবর আল-জাজিরার।

নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে বলে জানান সুলেইমান। তিনি বলেন, শক্তিশালী এই ভূমিকম্পে প্রায় এক হাজার ৬৬টি ভবন ধসে পড়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করেছে। তিনি বলেন, অনুসন্ধান এবং উদ্ধার প্রচেষ্টা শুরু হয়েছে।

ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ইরান-তুরস্ক সীমান্তে আঘাত হানা ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। এটির গভীরতা ছিল ৫ কিলোমিটার।

তুরস্কের সরকারি সম্প্রচার মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ভূমিকম্পে ৪৩টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলছে, ক্ষয়ক্ষতি তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করছে। এছাড়া তুরস্কের ভান শহরেও ভবন ধসের ঘটনা ঘটেছে।

এদিকে ইরানের কর্মকর্তারা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি টিম পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনকে ইরানের একজন কর্মকর্তা বলেছেন, আমাদের উদ্ধারকারী টিমকে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। আমরা এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাইনি। কেননা ইরানের পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশে খুব একটা জনবসতি নেই।

যদিও আরেকজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, সেখানে হতাহত ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, ইরান-তুরস্ক সীমান্ত এলাকা বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল।

আজকের খুলনা
আজকের খুলনা