• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ২

আজকের খুলনা

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯  

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ১ম দিনের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে জালিয়াতির অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃত হলেন টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার আক্কাস আলির ছেলে আহসান হাবিব এবং একই এলাকার আরিফ মিয়ার ছেলে আতিকুর রহমান। আহসান হাবিবকে মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ ও আতিকুর রহমানকে টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্র থেকে আটক করা হয়। উভয়ই টাঙ্গাইল সৃস্টি কলেজের শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড সিরাজুল ইসলাম বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে তাদের অসদুপায় অবলম্বন করায় আটক করা হলেও আর কেউ পরীক্ষা জালিয়াতির সাথে জড়িত আছে কিনা তা সনাক্তকরনের জন্য দিনভর তদন্ত চলানো হয়েছে।

তিনি আরও বলেন, আটক ২জনের বয়স ১৮না হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা