• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ভাষাসৈনিক বিমল রায় চৌধুরী আর নেই

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮  

ভাষা আন্দোলনের সক্রিয় সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক বিমল রায় চৌধুরী আর নেই।

শনিবার (১৫ ডিসেম্বর) সকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ভাষাসৈনিকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৯৪ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

বিমল রায় চৌধুরীর ছেলে অনুপ রায় চৌধুরী জানান, বার্ধক্যজনিত কারণে সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

যশোর জেলার সদর থানার নওয়াপাড়া গ্রামের বিখ্যাত রায় চৌধুরী বংশের মুখ আলো করে ১৯২৫ সালের ২৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন সমাজ সংস্কারে আত্মনিবেদিত বিমল রায় চৌধুরী। তার বাবা সুরেন্দ্রনাথ রায় চৌধুরী জমিদার ও একজন সমাজ সংস্কারক ছিলেন। মাতা অনিলা রায় চৌধুরী একজন প্রগতিশীল নারী যিনি গ্রামের নারীদের উন্নয়নের লক্ষ্য নিয়ে সূচিশিল্পের প্রশিক্ষণ দিতেন। আদর্শ বাবা-মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েই সমাজ সেবার কাজ করেন।

আজকের খুলনা
আজকের খুলনা