• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ভারতীয় নতুন ভিসা সেন্টার বরিশালে

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯  

ভারত ভ্রমণেচ্ছুদের সংখ্যা বাড়ায় বরিশালে বড় পরিসরে নতুন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ‍উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নতুন সেন্টারের উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এখন থেকে নতুন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম চলবে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে নগরীর কাশীপুরের ডিআইজি অফিস সংলগ্ন মীর টাওয়ারে। এর আগে এই সেন্টারের কার্যক্রম পরিচালিত হতো নগরীর হাসপাতাল রোডের একটি ভবনে।

নতুন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র ছাড়াও ভারতীয় হাইকমিশনের খুলনা কার্যালয়ের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানসহ স্থানীয় অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভারতের সহকারী হাইকমিশনার বলেন, ‘বরিশালে দিন দিন ভারত ভ্রমণেচ্ছুদের সংখ্যা বাড়ছে। তাদের সুবিধার কথা বিবেচনা করে বড় পরিসরে নতুন সেন্টারের কার্যক্রম চালু করা হলো। এখান থেকে ভারত ভ্রমণেচ্ছু বরিশালের সাধারণ জনগণ উপকৃত হবেন।’

আজকের খুলনা
আজকের খুলনা