• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ভক্তদের পদচারণায় মুখরিত বিশ্ব জাকের মঞ্জিল

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২০  

ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলে হযরত মাওলানা শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু হয়েছে। 

গতকাল জুমার নামাজে লাখো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে পবিত্র এই উরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। আগতদের অবস্থানের জন্য বিস্তীর্ণ এলাকা জুড়ে অসংখ্য শামিয়ানা স্থাপন ও সুউচ্চ তোরণে সুসজ্জিত করা হয়েছে। শনিবার দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের পদচারণায় মুখরিত হয় আটরশী বিশ্ব জাকের মঞ্জিল।

উরস শরীফের দ্বিতীয় দিনে কোরআন তেলাওয়াত, জিকির আসগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ-নসিহত, মিলাদ-মাহফিল, ফরজ ও সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশ থেকে  আশেকান-জাকেরানগণ আসছেন জাকের মঞ্জিলের দরবার শরীফে। 

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের বৃহত্তর ফরিদপুরের কর্মী কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, উরস উপলক্ষে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও দরবার শরীফের কয়েক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। আগামী মঙ্গলবার বাদ ফজর শাহ্ সুফী খাজাবাবা ফরিদপুরীর (কু:ছে:আ:) পবিত্র রওজা শরীফ জেয়ারতের পর দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত হবে। মোনাজাত পরিচালনা করবেন গদীনশীন পীর আলহাজ মাহফুজুল হক মুজাদেদ্দী ছাহেব। 

আজকের খুলনা
আজকের খুলনা