• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বেতনের টাকায় ঘরবন্দি মানুষকে সহযোগিতা

আজকের খুলনা

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

ছোট একটি সরকারি চাকরি করেন জাহাঙ্গির আলম। যে বেতন পান তা দিয়ে সংসারের সারা মাসের খরচ চলে যায় মোটামুটি ভাবে। মাস শেষে অবশিষ্ট জমানো টাকা দিয়ে নিজ এলাকায় একটি ছোট ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন। বর্তমান পরিস্থিতিতে নিজের চাকরির এক মাসের বেতন ও ব্যবসা প্রতিষ্ঠানের এক মাসের লাভের টাকা নিয়ে এলাকার শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। প্রতিদিন দুটি মোটরসাইকেলে করে ঘরবন্দি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন তিনি। 

জাহাঙ্গির আলম বলেন, আমার সামর্থ্য অনুযায়ি দূর্দিনে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। পাশপাশি গ্রামের মানুষকে করোনাভাইরাসে করণীয় সম্পর্কে সচেতন করা হচ্ছে। আশা করছি এক হাজার পরিবারের মাঝে এমন সহযোগিতা করতে পারবো। 

করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশের মত খুলনার কয়রা উপজেলাও স্থবির হয়ে পড়েছে। দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষেরা এক প্রকার খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। কর্মহীন অসহায় এসব মানুষের দিকে সরকারের পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার সামর্থ্যবানরা। জাহাঙ্গির আলমও নিজের সামর্থ্য অনুযায়ি তাদের পাশে দাঁড়িয়েছেন। নিজ বেতন এবং ব্যবসায় এক মাসের লাভের টাকা নিয়ে এগিয়ে এসেছেন দেশের এমন বিপর্যয়ের মুহর্তে। দূর্দিনে জাহাঙ্গির আলমের এমন উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসি। 

আজকের খুলনা
আজকের খুলনা