• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বিশ্ববিদ্যালয়কে বিব্রতকর পরিস্থিতিতে ফেললো কুয়েট ছাত্ররা

আজকের খুলনা

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২০  

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে কিছু নির্দিষ্ট পোশাক পরিধান করে বিশ্ববিদ্যালয়কে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। এই পোশাক বাংলাদেশের সংস্কৃতিরও পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জানা গেছে, শেষ ক্লাস উপলক্ষে সম্প্রতি কুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থীরা ভিন্নধর্মী কিছু করার চিন্তা করেন। এরই অংশ হিসেবে আরবীয় পোশাক পরে ছেলেরা আর মেয়েরা শাড়ি পরে ক্লাসে হাজির হন। এসব পোশাক পরা একটি ছবি তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এরপরই ছবিটি ভাইরাল হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোশাকের বিষয়ে শিক্ষার্থীদের ছাত্রকল্যাণ দফতর, সংশ্লিষ্ট হল প্রভোস্ট বা বিভাগীয় প্রধানদের কাছ থেকে মতামত গ্রহণ করতে হবে।

আজকের খুলনা
আজকের খুলনা