• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বিরলে বিরল প্রজাতির শকুন উদ্ধার

আজকের খুলনা

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২০  

দিনাজপুরের বিরল উপজেলার রবিপুরের বিলে বিরল প্রজাতির একটি শকুন পাখি উদ্ধার করা হয়েছে। অসুস্থ্যতার কারণে সেটি উড়তে পারছিল না। স্থানীয়রা উদ্ধার করে শকুনটিকে বিরল উপজেলা বনবিভাগের কাছে হস্তান্তর করে। বুধবার সকালে শকুনটিকে দিনাজপুরের বীরগঞ্জ সিংড়া জাতীয় উদ্যানে শকুন পাখির পুনর্বাসনের জন্য নেওয়া হয়। এর আগে গতকাল বিকালে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়ন পরিষদেরর রবিপুর বিল থেকে শকুনটি উদ্ধার করা হয়। পাখিটি হিমালয়ান গিফেন ভাউচার প্রজাতির হতে পারে। 

স্থানীয়রা জানায়, অসুস্থ্যতার কারণে দুর্বল শকুনটি উড়তে পারছিল না দেখে স্থানীয়রা সেটি উদ্ধার করে বাড়িতে রাখে। পরে উপজেলা বনবিভাগের কর্মকর্তা সাদেকুর রহমানের কাছে সেটি হস্তান্তর করা হয়। বন কর্মকর্তা সাদেকুর রহমান জানান, শীতের সময় আমাদের দেশে অতিথি পাখির আগমন ঘটে। বিলুপ্ত প্রায় শকুনটিকে সুস্থ্য করে তুলে, স্বাভাবিক জীবন ধারণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় সিংড়া জাতীয় উদ্যানে শকুনটিকে অবমুক্ত করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা