• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বাসাবাড়ির ট্যাপ চালু করতেই পড়ছে বালতি বালতি রেড ওয়াইন

আজকের খুলনা

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

বাসাবাড়ির বেসিন থেকে শুরু করে বাথরুমের ট্যাপ চালু করতেই বালতি বালতি রেড ওয়াইন বেরিয়ে আসছে। আচমকা এভাবে পানির বদলে রেড ওয়াইন পড়তে দেখে চমকে গেছেন ইতালির মডেনার একটি গ্রামের বাসিন্দারা।

ইতালির স্থানীয় গণমাধ্যম মডেনা বলছে, বাড়ির ট্যাপে রেড ওয়াইন বের হওয়া দেখে অনেকেই খুশি হয়েছেন। ট্যাপ দিয়ে বের হওয়া রেড ওয়াইন ছিল সে দেশের মদের বিখ্যাত ব্র্যান্ড ল্যামব্রাসকো'র তৈরি।

ট্যাপ থেকে রেড ওয়াইন পড়ার বেশ কিছু ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। সেগুলোতে দেখা যায়, ট্যাপ চালু করতেই রেড ওয়াইন পড়ছে। বেসিনে, কমোডেও পড়ছে সমানহারে। 

ল্যামব্যাসকো গ্রাসপারোসা ডি কাস্টেলভেট্রো নামক ওই কম্পানি বলছে, মদের কারখানার রিজার্ভ ট্যাঙ্কি ফুটো হয়ে স্থানীয়ভাবে পানি সরবরাহের পাইপের সঙ্গে মিশে গেছে। এতে করে এ ধরনের ঘটনা ঘটেছে। এজন্য ক্ষমা চেয়েছে মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

জানা গেছে, ল্যামব্রাসকোর রেড ওয়াইন প্রতি বোতল ১০ ডলার থেকে ২০০ ডলার মূল্যের।  এ ঘটনায় বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটির। এর আগে গত বছর ক্যালিফোর্নিয়ায় মদের কারখানার রিজার্ভ ট্যাঙ্কি ফেটে বিপুল পরিমাণ মদ নালা বেয়ে নদীর সঙ্গে মিশছিল। হাজার হাজার গ্যালন মদ তখন নদীতে মিশেছে।

পরিবেশবিদরা বলছেন, এভাবে মদ বেরিয়ে পানিতে মেশার ফলে জলজ প্রাণীদের ব্যাপক ক্ষতি হতে পারে। বিশেষ করে মাছ মারা যাওয়ার শঙ্কা রয়েছে। এমনকি পানিতে মদ মিশে যাওয়ার ফলে মাছের খাবার নষ্ট হয়ে যেতে পারে। 

তবে এখন পর্যন্ত মাছ মারা যাওয়ার ঘটনা ঘটেনি বলে বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

আজকের খুলনা
আজকের খুলনা