• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বাগেরহাটে বাবা-ছেলের বাজিমাত

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮  

বাগেরহাট-১ ও ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় এবং শেখ হেলাল উদ্দিন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হয়েছিলেন বাবা-ছেলে। এই দুটি আসনে অন্য প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে হারিয়েছেন তারা।

গতকাল রোববার রাত ৯টা ৫৫ মিনিটে বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস শেখ তন্ময়কে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ তন্ময় বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। দুই উপজেলার ১১৯টি কেন্দ্রের তিনি ২ লাখ ২১ হাজার ২১২ ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী জেলা বিএনপির সভাপতি-এম এ সালাম ৪ হাজার ৫৯৭ ভোট পেয়েছেন।

এ ছাড়া সিপিবি-র সেকেন্দার আলী খান পেয়েছেন ১৯০ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬২৯ ভোট। জাকের পার্টির খাঁন আরিফুর রহমান পেয়েছেন ৪৮৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী আজমল হোসেন পেয়েছেন ২৫৪ ভোট। স্বতন্ত্র-শেখ রেজাউর রহমান মন্টু পেয়েছেন ৩১৬ ভোট।

এ ছাড়া বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ হেলাল উদ্দীন বিপুল ভোটে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তিন উপজেলার এ আসনে ১১০টি কেন্দ্রে শেখ হেলাল উদ্দিন পেয়েছেন ২ লাখ ৫২ হাজার ৬৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি মো. শেখ মাসুদ রানা পেয়েছেন ১১ হাজার ৪৮৫ ভোট।

এ ছাড়া এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. লিয়াকত আলী শেখ পেয়েছেন ৩ হাজার ২৪৮ ভোট এবং বাংলাদেশ মুসলিম লীগের এম ডি শামসুল হক পেয়েছেন ১৮৭ ভোট।

আজকের খুলনা
আজকের খুলনা