• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বাগেরহাটে ধর্ষক রাসেলকে গ্রেপ্তারের দাবি

আজকের খুলনা

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯  

অবিলম্বে ধর্ষক রাসেলকে গ্রেপ্তার ও সন্তানের স্বীকৃতির দাবিতে বাগেরহাটে কয়েকটি নারী সংগঠন মানববন্ধন করেছে।

রোববার সকালে সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের সামনে বাগেরহাট জেলা মহিলা পরিষদ ও ডেমা ইউনিয়ন অপরাজিতা নেটওয়ার্ক এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ডেমা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য মাফিয়া খানম, শাফিয়া বেগম, গোলবানু বেগম, বাগেরহাট মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক জাহানারা খাতুন, সাংগাঠনিক সম্পাদক হেনা চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক লুতফুন্নাহার লুতফা, প্রোগ্রাম অফিসার মাহাবুবা রহমান প্রিয়া, রুপান্তরের জেলা সমন্বয়কারী আলমগীর হোসেন মিরু, সদর উপজেলা সমন্বয়কারী শিল্পি আক্তার, অপরাজিতা নেটওয়ার্ক এর রত্না রায় প্রমুখ।

বক্তারা বলেন, ‘অবিলম্বে ধর্ষক রাসেলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং মামলার বাদীর গর্ভের সন্তানের স্বীকৃতি দিতে হবে।’

জানা যায়, বাগেরহাট সদর উপজেলার কালীয়া গ্রামের জয়নাল মোল্লার মেয়ে রেশমার বিয়ের পর স্বামী মারা যায়। এরপর থেকে একই এলাকার রাসেল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। বর্তমানে সে ৫ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনার পরে রাসেল বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বর্তমানে রেশমা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রেশমা তার গর্ভের সন্তানের স্বীকৃতি ও ধর্ষকের শাস্তির দাবি জানান। এ ঘটনায় রাসেলকে আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। রাসেল বর্তমানে পলাতক রয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা