• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বটিয়াঘাটায় তীব্র শীতে কাহিল গবাদিপশু

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

গত এক সপ্তাহ ধরে খুলনার বটিয়াঘাটা উপজেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া ও মৃদু শৈত্যপ্রবাহ। এমন পরিস্থিতিতে মানুষের পাশাপশি গবাদিপশু নিয়ে বিপাকে পড়ছেন খামারিসহ প্রান্তিক কৃষকরা। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় বলছে, এমন প্রতিকূল আবহাওয়ায় গবাদিপশুর বদহজম ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ঠাণ্ডার প্রকোপ কমেনি। গত দুই দিন ধরে অল্পসময়ের জন্য সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়া ও কনকনে শীতে ঠাণ্ডার প্রকোপ অব্যাহত রয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত রবিবার তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সোমবার সকাল ৯টা পর্যন্ত বটিয়াঘাটায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে বলেও জানান এ কর্মকর্তা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এমন পরিস্থিতি থেকে রক্ষায় গবাদিপশুগুলোকে পুরনো কাঁথাকম্বল, ছালার চট, পুরনো জামা এবং যার যা আছে তাই দিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

কৃষক মোফাজ্জল হোসেন জানান, প্রচণ্ড শীত সেই সাথে ঠাণ্ডা বাতাসে গরু-ছাগল নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে। তাই বাধ্য হয়ে শীতের হাত থেকে বাঁচতে গরুর গায়ে চট দিয়েছি। আরেক কৃষক বিমল চন্দ্র জানান, এই শীতে মানুষের যেমন কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয়েছে গরু বাছুরের। আমরা তো ঠাণ্ডা লাগলে বলতে পারি কিন্তু ওরা তো বলতে পারে না। তাই ছালার চট তাদের গায়ে দিয়েছি।

আজকের খুলনা
আজকের খুলনা