• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ মে ২০১৯  

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, ভালো কাজ করতে গেলে সমাজে ছোট খাটো সমালোচনা থাকবেই। সেটাকে উপেক্ষা করে তৃণমূল থেকেই সুশাসন প্রতিষ্ঠা করে দারিদ্র বিমোচন প্রকল্পগুলি প্রতিষ্ঠানিক রূপ দিতে হবে। বর্তমান সরকারের একের পর এক যুগান্তকারী গৃহিত পদক্ষেপে  এমডিজি থেকে ২০৩০ সালের মধ্যে শতভাগ এসডিজি বাস্তবায়নে এগিয়ে চলেছে। তিনি গতকাল সোমবার সকাল ৯ টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মহানগরীর সিএসএস আভা সেন্টারের সম্মেলন কক্ষে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ জিয়াউর রহমানের সঞ্চালনায়  অনুষ্ঠিত কর্মশালায়  রির্সোস পার্সন ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান ও সিনিয়র সহকারি কমিশনার খাতুনে জান্নাত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ অমিতেষ দাস, অধ্যক্ষ আরিফুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা বঙ্কিম চন্দ্র হালদার, কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, প্রকৌশলী  জি,এম শাহাবুদ্দিন, ওসি (তদন্ত) সরদার ইব্রাহীম হোসেন সোহেল, সাব-রেজিষ্টার সুব্রত কুমার সিংহ, সমাজসেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, পিআইও শেখ আঃ কাদের,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, পল্লী উন্নয়ন কর্মকতা সরদার রফিকুল ইসলাম, খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, সমবায় কর্মকর্তা জন্নাতুন্নেছা,জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রকাশ ঢালী, ভারঃ আনসার ভিডিপি কর্মকর্তা শামসুর নাহার খানম, নির্বাচন কর্মকর্তা আঃ ছাত্তার, ইনস্ট্রাক্টর সিমু রাজিয়া লায়লা, দারিদ্র বিমোচন কর্মকর্তা শামীমা খাতুন, তথ্য সেবা কর্মকর্তা মিতালী মন্ডল, সামাজিক বনায়ন কর্মকর্তা মোঃ ছালাম খান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক সত্যজিৎ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, শেখ হাদি উজ-জামান হাদী, ইসমাইল হোসেন বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,সাংবাদিক আহসান কবীর, সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক পরিতোষ রায়, কোডেকের ম্যানেজার লোকমান হোসেন, ব্যবসায়ী বীরেন্দ্রনাথ শীল, ডিলার ব্যবসায়ী অশোক ঘোষ, মিল মালিক মোশারফ হোসেন, নজরুল ইসলাম খান, কলেজ শিক্ষার্থী ইন্দ্রা রাণী ঘোষ ও সজল মল্লিক, নারীনেত্রী প্রতিভা বিশ্বাস, আশালতা ঢালী, গরুদাসী বৈরাগী রবিতা বিশ্বাস, ব্র্যাক ম্যানেজার পলাশ ঘোষ, ওআইসি রিসোট  সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুমন আহম্মেদ,পুরোহিত বৃত্তি সুন্দর চ্যাট্যার্জী, নিজেরা করি ম্যানেজার নাহিদ রেহানা, রুপান্তরের ম্যানেজার দিপ্তি রায়, ইমাম হাফেজ মোঃ মাহবুবুর রহমান প্রমূখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ি,নারীনেত্রী, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান  ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা