• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের একশত শিল্পকর্ম নির্মাণ শুরু

আজকের খুলনা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৯  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনে দেশের একশত বিশিষ্ট শিল্পীর একশত শিল্পকর্ম নির্মাণের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ বই থেকে বিষয়বস্তু নিয়ে ‘বঙ্গবন্ধু জীবন থেকে চিত্রপটে’ শিরোনামে এই একশত শিল্পকর্ম নির্মাণ করা হচ্ছে।

আজ রোববার সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। পরে দেশবরণ্য একশত জন চিত্রশিল্পী সমাধিসৌধ চত্বরে ছবি আঁকতে শুরু করেন।

এ সময় চিত্রশিল্পী আব্দুল মান্নান, কেএমএ কাইয়ুম, শহিদ কবির, জামাল উদ্দিন, নাসিম আহম্মেদ নাদমী, নাজমা আক্তার, নাইমা হক, তরুণ ঘোষ, আফরোজা জামিল কঙ্কা প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা