• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বঙ্গবন্ধু বিপিএল : ৯১ রানেই অলআউট সিলেট থান্ডার

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯  

রাজশাহী রয়্যালসের বোলিং নৈপুণ্যে এবং নিজেদের ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৯১ রানেই গুটিয়ে গেলো সিলেট থান্ডার। মাত্র ১৫.৩ ওভারে সব উইকেট হারিয়ে ফেলে তারা।

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্তটা সঠিকই প্রমাণ করে ছাড়লেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল। যদিও সিলেটের শুরুটা মন্দ ছিলো না। দুই ওপেনার রনি তালুকদার এবং জনসন চার্লস দ্রুতই রান তুলছিলেন। উদ্বোধনী জুটতে ৩৫ রান যোগ করেন দুজন। ১৯ রানে থাকা রনিকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল।

কিছুক্ষণের মধ্যেই চার্লসকে ফেরান অলক কাপালি। পরেই বলেই কাপালির দ্বিতীয় শিকার জীবন মেন্ডিস। ফলে ৪১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট। এরপর এরপর মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন দলের হাল ধরলেও ইনিংস লম্বা করতে পারেননি তারাও। মিঠুনকে ২০ রানে ফেরান বোপারা। বোপারার দ্বিতীয় শিকার হওয়ার আগে মোসাদ্দেকও করেন ২০ রান। এরপরে আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি। সিলেটও গুটিয়ে যায় মাত্র ৯১ রানে।

স্কোর:
সিলেট থান্ডার: ৯১/১০ (১৫.৩)
রনি তালুকদার ১৯ (১৭)
জনসন চার্লস ১৬ (১০)
মোহাম্মদ মিঠুন ২০ (১৮)
জীবন মেন্ডিস ০ (১)
মোসাদ্দেক হোসেন ২০ (২১)
নাজমুল হোসেন মিলন ১০ (১৩)
নাঈম হাসান ১ (৩)
নাভীদ উল হক ২ (৬)
ক্রিসমার সান্তকি ০ (১)
নাজমুল ইসলাম ০ (১)
এবাদত ১* (২)

বোলার
আন্দ্রে রাসেল ৩.৩-০-২৫-১
তাইজুল ইসলাম ২-০-১৫-০
আবু জায়েদ ২-০-১৪-০
অলক কাপালি ৩-০-১৭-৩
রবি বোপারা ৩-০-১০-২
ফরহাদ রেজা ২-০-৯-২

আজকের খুলনা
আজকের খুলনা