• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর মৃত্যু

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নেরই পরপরই একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বিমানটি বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৮ জন আরোহী মারা গেছেন। 
সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

খবরে বলা হয়, দ্য ওয়েস্টউইন্ডের বিমানটি ‘মেডিকেল ইভাকুয়েশন’ মিশনের অংশ হিসেবে জাপানের হ্যানেডা বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। বিমানটিতে ফিলিপাইনের ছয় ক্রু ও দুইজন যাত্রী ছিলেন। তারা যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিক বলে জানা গেছে। 

ম্যানিলার বিমানবন্দর কর্তৃপক্ষের দেয়া এক বিবৃতি  উল্লেখ করা হয়েছে, বিমানটি উড্ডয়নের পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রানওয়ের শেষ প্রান্তে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন অগ্নিনির্বাপণ কর্মীরা। বিভিন্ন রাসায়নিকদ্রব্য ছিটিয়ে আগুন নেভালেও ততক্ষণে তারা প্রাণহানি ঠেকাতে পারেননি।

ম্যানিলা বিমানবন্দরে বেশিরভাগ বিমান চলাচল বন্ধ রয়েছে।

দেশটির সরকার রাজধানী ম্যানিলাসহ ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজানকে অবরুদ্ধ করে রেখেছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের বিস্তার রোধেই এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে দেশটির সরকার।

ওই বিমানবন্দরের জেনারেল ম্যানেজার অ্যাড মনরেল এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ভাগ্যবশত, বিমানটির কোনো আরোহী আর বেঁচে নেই। তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর সব রানওয়েটি বন্ধ করে দেয়া হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা