• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

প্লাজমা থেরাপি বাস্তবায়নে মুগদা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ

আজকের খুলনা

প্রকাশিত: ৬ জুন ২০২০  

কোভিড-১৯ চিকিৎসায় প্লাজমা থেরাপি এখনো একটি পরীক্ষামূলক পদ্ধতি। কোন ক্যাটাগরির রোগীরা প্লাজমা থেরাপি নিতে পারবেন,তার জন্য DGHS এর সর্বশেষ গাইডলাইন অনুসরন করা হচ্ছে।কিন্তু,ব্যাপক চাহিদার কারণে গাইডলাইন না মেনেই অনেকে হন্যে হয়ে প্লাজমা খুঁজে বেড়াচ্ছেন।

বাংলাদেশ ছাত্রলীগ,মুগদা মেডিকেল কলেজ শাখা এর উদ্যোগে করোনা মহামারীতে প্লাজমা থেরাপিকে আরো সহজ করার লক্ষ্যে ‘করোনা জয়ী আগ্রহী প্লাজমা দাতাদের তালিকা’ নামে-তৈরি করা হয়েছে একটি ডক ফর্ম।

এ প্রসঙ্গে মুগদা মেডিকেল কলেজ শাখার সাধারন সম্পাদক শাহ আহমেদ নুসায়ের বলেন-“আমরা কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ করে কোভিড হাসপাতালে আসা করোনা রোগীদের সুনির্দিষ্ট তালিকা তৈরি করছি এবং তাদের পরবর্তীতে প্লাজমাদানে উদ্ধুদ্ধ করছি।অনলাইনেই যাতে স্বেচ্ছায় একজন করোনা জয়ী প্লাজমা দিতে আগ্রহী হন তাই এই উদ্যোগ।”

ছাত্রলীগের অন্যান্য কর্মীরা জানান-প্লাজমাদানে শরীরের কোনো ক্ষতি হয়না কিংবা পুনরায় আক্রান্ত হওয়ারও কোনো সম্ভাবনা নেই।আমরা আক্রান্ত সকলের সাথে কথা বলেছি।ইতোমধ্যে ডক ফর্মটি পূরনের মাধ্যমে অনেক আগ্রহী প্লাজমাদাতার সন্ধান মিলেছে।

আজকের খুলনা
আজকের খুলনা