• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠেছে’

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ রবিবার সন্ধ্যায় খুলনা নাট্য নিকেতন মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসব ২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেশের ৬৪ জেলায় জাতীয় নাট্যোৎসব-এর অংশ হিসেবে বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশন খুলনায় দুই দিনব্যাপী এ নাট্যোৎসবের আয়োজন করে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখেছিলেন। কিন্তু হায়েনারা তাকে হত্যার মধ্য দিয়ে সেই চেতনাকে ভুলুন্ঠিত করেছিল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হারিয়ে যাওয়া সেই চেতনাকে আবার ফিরিয়ে এনেছেন। তাঁরই নেতৃত্বে আবার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠেছে। এই অসাম্প্রদায়িক চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে বলে সিটি মেয়র উল্লেখ করেন। 

খুলনার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির ববি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, খুলনা নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান বাবলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল ইসলাম বাবলু, মো: সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী দিনে বিয়নমনি থিয়েটারের পরিবেশনায় ‘কাক চরিত্র’ নাকটি মঞ্চায়িত হয়। 

আজকের খুলনা
আজকের খুলনা