• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

প্রধানমন্ত্রীকে করিম ও লতিফ বাওয়ানী জুটমিল শ্রমিকদের ধন্যবাদ

আজকের খুলনা

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আইনসঙ্গত পাওনাদি শতভাগ পরিশোধসহ গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজধানীর ডেমরার করিম ও লতিফ বাওয়ানী জুটমিলের শ্রমিকরা।

এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ মিছিল করেছেন তারা। বুধবার বেলা ১১টায় করিম ও লতিফ বাওয়ানীর সাধারণ শ্রমিকরা তাদের স্ব-স্ব মিল গেটে আনন্দ মিছিল করে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্লোগান দেন।

২০১৩ সালের পর থেকে অবসরে যাওয়া মানবেতর জীবনযাপনকারী শ্রমিকদের প্রাপ্য অর্থ এককালীন পরিশোধ করা, গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় অবসায়নের ফলে অবসরে যাওয়া শ্রমিকদের সকল প্রকার পাওনা গ্রাচুইটি, পিএফ, বকেয়া মজুরি, অবসায়ন সুবিধা ইত্যাদি শতভাগ পরিশোধ করার সরকারি সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রমিকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এছাড়া নতুন মডেলে পুনরায় চালুকৃত মিলে অবসায়নকৃত শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন এবং একই সাথে নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে- মর্মে শ্রমিকরা সরকারের ওপর আস্থা প্রকাশ করেন।

আজকের খুলনা
আজকের খুলনা