• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

প্রধানমন্ত্রী ও সিইসি’র ছবি বিকৃতি, যুবক আটক

আজকের খুলনা

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদার ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার করার দায়ে বেলাল হোসেন হৃদয় (৩০) নামের এক যুবককে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে বেলাল হোসেন হৃদয়কে আটক করে থানা পুলিশ।

বেলাল হোসেন হৃদয় উপজেলার পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর এলাকার হাবিলদার বাড়ির মৃত আলতাজ মিয়ার ছেলে। তিনি মিলিটারী পুল এলাকায় এক কারখানা শ্রমিক।

বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক জহরুল ইসলাম জহুর জানান, আটককৃত বেলাল হোসেন ২০১৯ সালের ১৬ এপ্রিল সকাল ৯টায় ও শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর ছবি এবং গত ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা ৪৯ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদার ছবি বিকৃতি করে নিজ ফেইসবুক আইডি থেকে পোষ্ট করেন। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের দৃষ্ঠিগোছর হলে পুলিশকে জানানো হয়।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, নিজের ফেসবুক আইডিতে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারের ছবি বিকৃত করে পোস্ট করায় বেলালকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আজকের খুলনা
আজকের খুলনা