• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় দুই ভাইয়ের বিরুদ্ধে ইটভাটা দখল নেওয়ায় অভিযোগ

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০  

পাইকগাছায় রেজাউল ও জিয়াদুল দুই ভাইয়ের বিরুদ্ধে এনএসবি ব্রিকস এর মালিক শাহিনুর রহমানের বাড়ি প্রতারণা করে লিখে নিয়ে পরবর্তীতে ভয়ভীতি ও পেশি শক্তির বলে ইটভাটা লিখে নিয়ে জবর দখল করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহিনুর রহমানের স্ত্রী সোনালী বেগম সুষ্ঠু সমাধানের জন্য গত সোমবার দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার পুরাইকাটীতে শাহিনুর রহমানের এনএসবি ব্রিকস নামে একটি ইটভাটা রয়েছে। ভাটা পরিচালনা করতে গিয়ে কয়েক বছরে তিনি প্রায় ৩ কোটি টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েন। এরমধ্যে পাওনাদার রেজাউল ইসলাম ও জিয়াদুল ইসলাম শাহিনের নিকট প্রায় ২৮ লাখ ৩০ হাজার টাকা পাবে। পুরাইকাটী গ্রামের এজাহার শেখের পুত্র রেজাউল ইসলাম সেনাবাহিনীতে চাকরিরত ও তার ভাই জিয়াদুল ইসলাম যুবলীগ নেতা। তারা দুই জন শাহিনকে তার বাড়ি লিখে দিলে ২০ লক্ষ টাকা টাকা দিবে ইটভাটা পরিচালনা করার জন্য এবং ইটভাটা পরিচালনা করে তাদের ঋণ পরিশোধ করার প্রস্তাব দেয়। তার স্বামী প্রথমে রাজি না হলেও তাদের চাপে বাড়ি লিখে দিলেও কোন টাকা দেয়নি। পরবর্তীতে শাহিনকে ভয়ভীতি ও পেশি শক্তির বলে জোরপূর্বক ইটভাটার পার্টানারশীপ লিখে নেয়। তারপরে রেজাউল ও জিয়াদুল শাহিনকে জানায় ভাটার একটি মিল দিলে ২০ লক্ষ ইট পুড়িয়ে তাদের পাওনা টাকা উঠিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু জিয়াদুল ও রেজাউল ভাটায় একটি মিল নেওয়ার পর থেকে বিভিন্ন অপকৌশল অবলম্বন করে ভাটার আরো দুটি মিল দখল করে পুরা ইটভাটা পরিচালনা করছে। এর ফলে বাকী পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় পাওনাদাররা শাহিন ও তার স্ত্রীর উপর চাঁপ প্রয়োগ করছে। শাহিনের স্ত্রী ইটভাটায় গিয়ে তাদের অংশ হিসেবে পাওনা টাকা চাইলে গালিগালাজ করে ইটভাটা থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় শাহিনের স্ত্রী সোনালী বেগম সুষ্ঠু সমাধানের জন্য থানায় অভিযোগ করেছে। থানার ওসি এমদাদুল হক শেখ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করার জন্য এসআই অখিল রায়ের ওপর দায়িত্ব অর্পন করা হয়েছে। 

আজকের খুলনা
আজকের খুলনা