• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম আদালত সক্রীয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী ৫ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন, উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক রবিউল ইসলাম, গ্রাম আদালত সহকারী বাবুল গোলদার ও শুক্লা মিশ্র। ১০ ইউনিয়নের ইউপি সদস্যদের প্রশিক্ষণের প্রথম ব্যাচে কপিলমুনি ও লতা ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।

মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে পাইকগাছার গড়ের ডাঙ্গা মিলনী মৎস্যজীবী সমবায় সমিতির কার্যক্রম। সমিতির সভাপতির বিরুদ্ধে উঠেছেন নানাবিধ অনিয়মের অভিযোগ। নতুন কমিটি গঠন না হওয়ায় এবং সভাপতি সমিতির হিসাব নিকাশ প্রদান না করায় সদস্যদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বেশিরভাগ সদস্যরা নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন ও দ্রুত হিসাব নিকাশ প্রদানের দাবী জানিয়ে উপজেলা সমবায় অফিসার বরাবর অভিযোগ করেছেন।

আজকের খুলনা
আজকের খুলনা