• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙ্গনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

পাইকগাছার কাটিপাড়া নামক স্থানে কপোতাক্ষ নদের ভাংগনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়- ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জোয়ারের পানিতে নদের তীরবর্তী এলাকায় মৎস্য, চিংড়ী ঘের, পানের বরজ, ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়ী ঘর ও রাস্তা ঘাট।

স্থানীয় চিংড়ী ঘের মালিক রমজান আলী জানান, এখানে রয়েছে ১২টি চিংড়ী ঘের। যার জমির পরিমান প্রায় ৪শ’ বিঘা জমি। চিংড়ী মৌসমীর প্রথম। আগামী অমাবশ্যতে সকলেই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। তার আগেই এ অবস্থার সৃষ্টিতে চরম ক্ষতি হয়েছে তাদের। তার ঘের তলিয়ে যেয়ে ৫/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, কপোতাক্ষ নদের উপর ব্রীজ নির্মাণের কাজ চলছে। দু/তিন মাস আগে ব্রীজের জন্য বিশাল এলাকা খনন করে রাখেন ঠিকাদার প্রতিষ্ঠান। এক পাশে পুকুর ও অন্য পাশে বালি দিয়ে বাঁধ দেয়া হয়। যাকে বলে বালির বাঁধ। যা জোয়ারের পানির তোড়ে ভাসিয়ে নিয়ে গেছে। তারা আরও বলেন, ৪ বিঘা পানের বরজের ক্ষতি হয়েছে। গরমের ধান ক্ষেত নষ্ট। বাড়ীতে জোয়ারের পানি উঠে প্লাবিত।

চেয়ারম্যান আঃ মজিদ গোলদার জানান, ব্রীজের কাজ ধীর গতিতে হওয়ায় ও ঠিকাদারের গাফিলতির কারনে এত ক্ষয় ক্ষতি হলো।

আজকের খুলনা
আজকের খুলনা