• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় জমির বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে গুরুতর জখম ১

আজকের খুলনা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১  

পাইকগাছায় জায়গা জমির বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপ ও লাঠির আঘাতে একজন গুরুতর জখম সহ ৫জন আহত হয়েছে। বুধবার সকালে চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুৃর গ্রামে ঘটনাটি ঘটেছে। জখম শফিকুল ইসলাম সরদার (৪২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, উপজেলার বিষ্ণুপুর গ্রামে রঞ্জু সরদারদের সাথে একই এলাকার পল্টু সরদারদের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে পল্টু সরদাররা দলবল নিয়ে রঞ্জু সরদারদের বসত ভিটা সংলগ্ন জমি দখল করতে যায়। এ নিয়ে উভয়পক্ষ তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আনোয়ার  সরদারের ছেলে পল্টু সরদারের (৪৩) হাতে থাকা দা দিয়ে প্রতিপক্ষ কাজেম সরদারের ছেলে শফিকুল সরদারের মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে। এ সময় প্রতিপক্ষের হামলায় রুহুল আমিন সরদার, আরাফাত হোসেন স¤্রাট, সারাফাত হোসেন মধু, শাহীন গাজী আহত হয়। আহত শফিকুলের অবস্থা গুরুতর। অন্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় রঞ্জু বাদী হয়ে পল্টু সরদারকে ১নং আসামী করে ১২জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দাখিল করেছে। এ ব্যাপারে পল্টু জানায়, জায়গায় জমি নিয়ে রঞ্জুদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। অনাকাঙ্খিতভাবে এ ঘটনা ঘটেছে। ওসি এজাজ শফী জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা