• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নড়াইলে ৪টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে

আজকের খুলনা

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০১৯  

জেলায় ৫৬ কোটি ব্যয়ে ৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে দেশের প্রতিটি জেলা সদর ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে এ জেলায় ৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে।

জেলা গণপূর্ত কার্যালয় সূত্রে জানা যায়, নড়াইল জেলা সদরের সার্কিট হাউজের পার্শে রহমতগঞ্জে ১৫ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে একটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে। এছাড়া কালিয়া উপজেলা সদরের বাজার এলাকায় ১৩ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে একটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, লোহাগড়া উপজেলায় ১৩ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে একটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং নড়াইল সদর উপজেলার নাকসি বাজার এলাকায় ১৩ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে একটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে।

নড়াইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আহসান হাবীব জানান, ২০১৯-২০ অর্থবছরে জেলায় ৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে শুরু হয়েছে। নির্মাণ কাজ যথাসময়ে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজকের খুলনা
আজকের খুলনা