• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নিজেই আইফোনের ৫জি মডেম বানাচ্ছে অ্যাপল

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯  

নিজেই আইফোনের ৫জি মডেম বানাচ্ছে অ্যাপল। ২০২২ সালের মধ্যে আইফোনে নিজস্ব ৫জি মডেম যোগ করার পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

জানা গেছে, ২০২০ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই ৫জি মডেমসহ আইফোন আনতে পারে প্রতিষ্ঠানটি। তবে এই ডিভাইসগুলোতে রাখা হবে কোয়ালকমের ৫জি চিপ। খবর আইএএনএসের।

চলতি বছরের শুরুতেই ইন্টেলের মডেম ব্যবসা কিনে নিয়েছে অ্যাপল। খুব কম সময়ের মধ্যে ৫জি প্রযুক্তির হাল ধরবে তারা।

অংশীদার প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেরাই হার্ডওয়্যারের আরেকটি অংশ প্রস্তুত করতে যাচ্ছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

আইএএনএসের প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের নতুন এই মডেল পরবর্তী প্রজন্মের প্রকল্পের নেতৃত্ব দিতে পারেন এজিন তারজিওলো।

২০১৭ সালে অ্যাপল তাকে নিয়োগ দেয়ার আগে কোয়ালকমের প্রকৌশল দলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। তারও আগে ছিলেন ব্রডকমের প্রিন্সিপাল সায়েন্টিস্ট।

২০২০ সালে উন্মোচন করা হতে পারে ৫জি মডেলের এই আইফোন।

আজকের খুলনা
আজকের খুলনা