• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নারী আইপিএলে আজ সালমা-জাহানারার মুখোমুখি লড়াই

আজকের খুলনা

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০  

আইপিএলের ডামাডোলের মাঝেই বুধবার শুরু হয়ে গেছে ওমেনস তি-টোয়েন্টি চ্যালেঞ্জ তথা নারী আইপিএল। প্রথম ম্যাচে আগের দুই আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাকে ৫ উইকেটে হারিয়েছে গত আসরের রানার্সআপ ভেলোসিটি। এ দলে খেলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা পেসার জাহানারা আলম।

উদ্বোধনী ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জাহানারা। ডানহাতি পেস বোলিংয়ে নিয়েছেন দুই উইকেট। সাজঘরে ফিরিয়েছেন সুপারনোভার দুই সর্বোচ্চ স্কোরার ওপেনার চামারি আতাপাত্তু এবং অধিনায়ক হারমানপ্রিত কাউরকে। যার ফলে বড় সংগ্রহ গড়তে পারেনি সুপারনোভা। ভেলোসিটি পেয়েছে জয়ের ভালো সুযোগ।

জাহানারা ছাড়াও এবারের নারী আইপিএলে সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। তিনি খেলবেন ট্রেইলব্ল্যাজার্সের হয়ে। আজ (বৃহস্পতিবার) তাদের প্রথম ম্যাচ। যেখানে প্রতিপক্ষ ভেলোসিটি। অর্থাৎ প্রথম ম্যাচেই জাহানারার মুখোমুখি হচ্ছেন সালমা। যা দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য নিশ্চিতভাবেই দারুণ এক খবর।

বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে গাজী টিভির পর্দায়। এছাড়া ইউটিউবেও দেখা যাবে ম্যাচটি।

ট্রেইলব্ল্যাজার্স স্কোয়াড: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), দিপ্তী শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, ডি হেমালাথা, নুজহাত পারভিন (উইকেটরক্ষক), রাজেশ্বরী গায়কোয়ার, হারলিন দেওল, ঝুলন গোস্বামী, সিমরান দিল বাহাদুর, সালমা খাতুন, সোফি একস্লেস্টোন, নাত্থাকান চানথাম, দেবেন্দ্র ডটিন এবং কাশভি গৌতম।

ভেলোসিটি স্কোয়াড: মিথালি রাজ (অধিনায়ক), ভেদা কৃষ্ণামুর্থি (সহ-অধিনায়ক) শেফালি ভার্মা (উইকেটরক্ষক), একতা বিশট, মানসি জোশি, শিখা পান্ডে, দেবিকা বৈদ্য, শুশ্রী দিব্যদর্শিনী, মানালি দক্ষিণী, লেই কাসপেরেক, ড্যানিয়েল ওয়েট, সুন লুস, জাহানারা আলম এবং এম আনাঘা।

আজকের খুলনা
আজকের খুলনা