• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নগরীর জোড়াগেট পশুহাটে ৪ দিনে কোটি টাকার বেশি হাসিল আদায়

আজকের খুলনা

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯  

নগরীর জোড়াগেট কোরবানির পশুর হাটে শনিবার রাত ৯টা পর্যন্ত ১৫০৩টি পশু বিক্রি হয়। এর মধ্যে ছাগল ৫৪২টি এবং গরু ৯৬১টি। এ বাবদ হাসিল আদায় হয় ১ কোটি ১ লাখ ৬১ হাজার ৬৯৪ টাকা।

কর্পোরেশন সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত জোড়াগেট পশুর হাটের উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে হাটে পশু কেনা-বেচা শুরু হয় পরদিন অর্থাৎ ৭ আগস্ট। হাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত। তবে গতকাল রাত ৯টা পর্যন্ত ১৫০৩টি পশু বিক্রি হয়। এর মধ্যে ছাগল ৫৪২টি ও গরু  ৯৬১টি। এ বাবদ হাসিল আদায় হয় ১ কোটি ১ লাখ ৬১ হাজার ৬৯৪ টাকা। ২০১০ সাল থেকে কেসিসি নিজস্ব তত্ত্বাবধানে জোড়াগেট কোরবানির পশুরহাট পরিচালনা করে আসছে। ২০১০ সালে পশুরহাট থেকে রাজস্ব আয় হয় ৯১ লাখ ৭৬ হাজার ৪শ’ ৩৮ টাকা, ২০১১ সালে এ হাট থেকে রাজস্ব আয় হয় ৯৭ লাখ ৪৪ হাজার ৪শ’ ২১ টাকা, ২০১২ সালে রাজস্ব আয় হয় ৯২ লাখ ৭০ হাজার ৯শ’ ৮৯ টাকা, ২০১৩ সালে রাজস্ব আয় হয় ১ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৮শ’ ৬৬ টাকা, ২০১৪ সালে রাজস্ব আয় হয় ১ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার ৮০ টাকা, ২০১৫ সালে রাজস্ব আয় হয় ১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ৫শ’ ৪৩ টাকা। ২০১৬ সালে রাজস্ব আয় হয় ৩৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার ৮শ’ ৫০ টাকা। সর্বশেষ ২০১৮ সালে রাজস্ব আদায় হয় এক কোটি ৬৫ লাখ ৩৫ হাজার টাকা। এবারের বিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮ হাজার টাকা।

আজকের খুলনা
আজকের খুলনা