• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নগদ এজেন্ট থেকে টাকা হাতিয়ে নেয়ার মামলায় দু’প্রতারক গ্রেপ্তার

আজকের খুলনা

প্রকাশিত: ৮ জুলাই ২০১৯  

পাইকগাছায় “নগদ এজেন্ট” থেকে হ্যাক করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দু’প্রতারককে পুলিশ আটক করেছে। রোববার দুপুরে নতুন বাজার থেকে মামলার তদন্ত কর্মকর্তা এস,আই মুহিউদ্দীন আহমেদ গোপালপুর গ্রামের নজরুল গাজীর ছেলে রিপন ইসলাম (২৫) কে আটক করে। পুলিশী জিজ্ঞাসাবাদে রিপনের স্বীকারোক্তি মোতাবেক একই দিন দুপুরে গোপালপুর গ্রামের শামীমকে আটক করে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাত ৮টা ৫মিনিটে ০১৯৩৮০৫৫৭১১ থেকে ০১৮৮৫৪৫৬৬৬৪ নম্বরে রাড়ুলীর ষষ্ঠিতলা বাজারে লিছা ক্লিনিক ও নগদ এজেন্ট থেকে দু’দফায় ১ লাখ টাকা ক্যাশ আউট করে। এরপর রাত ৮টা ৫১ মিনিট ও ৫২ মিনিটের মধ্যে ৪ দফায় জাহাঙ্গীরের ব্যবসায়ী মোবাইল থেকে ০১৯১৭০৩৪৫০৬ নম্বরে ১ লাখ ১ হাজার ৮৪ টাকা চলে যায়। এ ঘটনায় প্রতারকদের বিরুদ্ধে জাহাঙ্গীর বাদী হয়ে থানায় মামলা করে। ওসি এমদাদুল হক শেখ দু’প্রতারকের আটকের কথা জানিয়ে বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশী অভিযান অব্যাহত আছে।

আজকের খুলনা
আজকের খুলনা