• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নওগাঁয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১০টি প্রকল্প বাস্তবায়ন করছে

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯  

নওগাঁ জেলায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চলতি ২০১৯-২০ আর্থিক বছরে ৪৮ কোটি ৩৬ লাখ ২ হাজার ৫শ ৮১ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প বাস্তবায়ন করছে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নওগাঁর সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান বলেছেন, প্রকল্পগুলোর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার মা ও শিশুসহ কমপক্ষে ২ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার দ্বার উন্মোচিত হবে।

তাঁর দেয়া তথ্য মোতাবেক প্রকল্প অনুযায়ী অর্থিক বরাদ্দের পরিমান হচ্ছে ধামইরহাট উপজেলা সদরে ৩৫ কোটি ৯৮ লক্ষ ৯৯ হাজার ৬৫ টাকা ব্যয়ে ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি নির্মাণ। নিয়ামতপুর উপজেলার শিবপুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ। মান্দা উপজেলায় কালিকাপুর (হাট চকগৌরী)-এ ৫ কোটি ৫১ হাজার ৫শ ২৭ টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ। সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের গয়েরপাড়ায় ২৭ লক্ষ ৪৬ হাজার ১শ ৬৫ টাকা ব্যয়ে কমিউনিটি ক্লিনিক নির্মাণ।পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নে ৩০ লক্ষ ৪১ হাজার ৪শ ২৮ টাকা ব্যয়ে ফুকান্দা কমিউনিটি ক্লিনিক পুনঃনির্মাণ কাজ। মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নে ৩০ লক্ষ ১৬ হাজার ৭শ ৪০ টাকা ব্যয়ে জামদই কমিউনিটি ক্লিনিক নির্মাণ। মান্দা উপজেলার ভারশো ইউনিয়নে ২৭ লক্ষ ৩ হাজার ২শ ২০ টাকা ব্যয়ে মুর্শিদপুর কমিউনিটি ক্লিনিক পুনঃনির্মাণ।

মান্দা উপজেলার ভারশো ইউনিয়নে ৩০ লক্ষ ১৭ হাজার ২শ ৫৬ টাকা ব্যয়ে পাকুরিয়া কমিউনিটি ক্লিনিক পুনঃনির্মাণ। রানীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নে ৩০ লক্ষ ১৭ হাজার ৪শ ৮১ টাকা ব্যয়ে কসবা কমিউনিটি ক্লিনিক পুনঃনির্মাণ। রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নে ২৬ লক্ষ ৮৫ হাজার ৭০ টাকা ব্যয়ে ত্রিমোহিনী কমিউনিটি ক্লিনিক পুনঃনির্মাণ। ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নে ২৬ লক্ষ ৮৮ হাজার ৬শ ২৯ টাকা ব্যয়ে আওলাদিঘী কমিউনিটি ক্লিনিক পুনঃনির্মাণ। মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নে ২৭ লক্ষ ৯০ হাজার ৩শ ১৩ টাকা ব্যয়ে আজিপুর কমিউনিটি ক্লিনিক পুনঃনির্মাণ ও মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নে ৩০ লক্ষ ১৯ হাজার ৫শ ৬৮ টাকা ব্যয়ে চক-বলরাম কমিউনিটি ক্লিনিক পুনঃনির্মাণ কাজ।

আজকের খুলনা
আজকের খুলনা