• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে পুলিশ নিরলস ভাবে কাজ করছে -এসপি

আজকের খুলনা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ডাকাত,চোর, ছিনতাই, মাদকদ্রব্য, সন্ত্রাসী নির্মুলে পুলিশ কাজ করে চলেছে। তাই পুলিশের সেবা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। প্রভাবমুক্ত হয়ে পাইকগাছা উপজেলা বাসীকে সেবা করার নির্দেশ দেন পাইকগাছা থানার ওসি এজাজ শফী কে । এসব কথা বলেন খুলনা পুলিশ সুপার মাহামুদ হাসান মঙ্গলবার সন্ধ্যার পর পাইকগাছা থানা চত্বরে সুধীজনদের সাথে মতবিনিময় সভায়।

ওসি এজাজ শফীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এ এস পি আবুল কালাম আজাদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু,লিপিকা ঢালী, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী দাউদ শরীফ, সাধারণ সম্পাদক চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড এফ এম এ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক আলাউদ্দীন রাজা, প্রভাষক মইনুল ইসলাম, বদিউজ্জামান, রায়হান পারভেজ রনি প্রমুখ। মতবিনিময় শেষে থানা পুলিশিং ফোরামের পক্ষ থেকে পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপস্থিত সুধীজনদের সাথে নিয়ে থানায় নারী ও শিশু নির্যাতন সেলের নতুন ভবন উদ্বোধন করেন পুলিশ সুপার মাহামুদ হাসান।

আজকের খুলনা
আজকের খুলনা